স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেও আ.লীগ এই আসনে এমএ মান্নানকে আবারও দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি নৌকাকে বিজয়ী করতে তার পক্ষে কাজ করছেন। এমএ মান্নানের সঙ্গে গত মঙ্গলবার জগন্নাথপুরে মনোনয়ন উত্তোলনকালে তিনি উপস্থিত ছিলেন। আজ বুধবারও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন জমাদানকালে তিনি উপস্থিত ছিলেন। তিনি তার বলয়ের নেতাকর্মীদের এমএ মান্নানের পক্ষে নিরলস কাজ করার নির্দেশ দিয়েছেন।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের কাতারের সৈনিক ছিলেন তিনি। একজন সজ্জন ও সৎ রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন নৌকাকে যে কোন মূল্যেই বিজয়ী করতে হবে। এমএ মান্নান একজন সৎ ও উন্নয়নবান্ধব নেতা হিসেবে জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। তাকে বিজয়ী করে এই আসনটি আবারও আমরা শেখ হাসিনাকে উপহার দিতে চাই।