স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দুটি নির্বাচনী এলাকায় পৃথক প্রার্থী হয়েছেন পিতা ও পুত্র। সুনামগঞ্জ-৪ আসনে সাবেক সাংসদ পিতা এডভোকেট আব্দুল মজিদ জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার ছেলে এডভোকেট নাজমুল হুদা হিমেল সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। পিতা পুত্র ভিন্ন দুটি আসনে প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন।
এডভোকেট আব্দুল মজিদ ও তার ছেলে এডভোকেট নাজমুল হুদা হিমেল বুধবার জেলা রির্টার্নিং কর্মকর্তা বরাবরে মনোনয়পত্র দাখিল করেছেন।