হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের আঙ্গারুয়া গ্রামে অবস্থিত গীরীধর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম বারের মতো গৌর একাত্মতা যজ্ঞযাত্রা ভক্ত বৃন্দ সিলেটের আয়োজনে, ভাব কিশোর দাস বৈষ্ণব ও পরমা নন্দ দাসের উদ্যোগে চৌষট্টি মহন্তের ভোগরাগ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ থেকে ৩০ নভেম্বর শুক্রবার পর্যন্ত বিশ্বের কল্যাণে শাল্লায় এই প্রথম বারের মতো ৬৪ মহন্তের ভোগরাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উৎসবে রূপ নিয়েছিল। মাঠ জুড়ে ছিল ভক্তবৃন্দসহ দর্শণার্থীদের ভীড়।
শুক্রবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ডঃ জয়া সেন গুপ্তা, শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলি উল হক, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়রম্যান নেহার বেগম, শাল্লা উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পিযুষ চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা পরিদর্শন করে নাম সুধা শ্রবণ করেন। অনুষ্ঠানে এলাকার হাজার হাজার গৌর ভক্তবৃন্দ অনুষ্ঠানে নাম সুধা শ্রবণ করেন।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান হলো ভোগরাগ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আমাদের শাল্লায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ ভোগরাগ অনুষ্ঠান আমাদের মাঝে ধর্মীয় চেতনাকে জাগ্রত করেছে।
এবারের অনুষ্ঠানে শ্রী গীতা, শ্রী ভাগবদ, শ্রী চৈতান্যমৃত থেকে পাঠ করাহয়। অনুষ্ঠানে আগত ভক্ত বৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।