হাওর ডেস্ক::
সংসদ নির্বাচনে ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে দেশটি আশা করছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল এ তথ্য জানায়।
ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি), যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি) ও সুইস সরকার প্রায় ১৫ হাজার বাংলাদেশি পর্যবেক্ষককে অর্থায়ন করবে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলার বলেছেন, যুক্তরাষ্ট্রের ১২টি দলে দুজন করে পর্যবেক্ষক থাকবেন। তাঁরা দেশের বেশির ভাগ এলাকা ঘুরবেন। তিনি আরো বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিকল্পনার ওপর বাংলাদেশ সরকার জোর দিয়েছে। আমরা একে স্বাগত জানাই। আর আমরা নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়ে এটিই দেখার আশা করছি। ’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট গত অক্টোবর মাসে একটি পর্যালোচনা শেষে বলেছে, উচ্চমাত্রার রাজনৈতিক মেরুকরণ, তীব্র উত্তেজনা ও সংকুচিত রাজনৈতিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোয়েলার বলেন, ব্যাংককভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অ্যানফ্রেল) ৩০ জন স্বল্প ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক পাঠাবে।