দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মানান বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে শহরের মানুষ যেমন সুবিধা পায় তেমনি গ্রামের অসহায় মানুষ ও সমান সুবিধা পায়। এ সরকার সব সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য কাজ করে। দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তনে জন্য এ সরকার গ্রামের বয়স্ক, বিধবা,পঙ্গু মানুষের ভাতার ব্যবস্থা করছে প্রতিনিয়ত। গ্রামকে শহরের সাথে যুক্ত করার জন্য গ্রামের প্রত্যন্ত অঞ্চরে রাস্তাঘাট ব্রীজ কালভার্ট,বিদ্যুতের আওতায় আনতে রাতদিন কাজ করছে আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়ন অব্যাহত রাখতে শহরের সুবিধা গ্রামে বসে পেতে হলে পুনরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করুন।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে আক্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় কাটালিয়া ও আক্তাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সভায় শিমুলবাক ইউনিয়নের ৪ নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হারুন রশিদ’র সভাপতিত্বে ও শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, আইন বিষয়ক স¤পাদক অ্যাড. বশির উদ্দিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, জেলা পরিষদ সদস্য জহিররুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, জেলা কৃষক লীগ সদস্য মাসুক মিয়া, জেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নির হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম-সাধারণ স¤পাদক অ্যাড. সফিকুল ইসলাম, ত্রাণ বিষয়ক স¤পাদক শাকির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নুর আলম, শিমুলবাক ইউনিয়ন যুবলীগের আহবায়ক গোলাম নুর, আক্তাপাড়া গ্রামের গোলাম হোসেন, উসমান গনি প্রমূখ।