স্টাফ রিপোর্টার, তাহিরপুর:
রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরে সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন প্রজাতির ১৮টি পরিযায়ী পাখি সহ আটক চার পাখি শিকারিকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।’
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গুয়ার হাওরের উলান বিল থেকে টুকরি ভর্তি পাখি সহ চার ব্যবসায়ীকে টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। ’
আটককৃতরা হল, উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী লামাগাঁও গ্রামের বাছির মিয়ার ছেলে আজিম উদ্দিন, একই গ্রামের শুকুর আলীর ছেলে শফিক মিয়া, নুরুল হকের ছেলে ইয়াসিন মিয়া ও খাইরুল আমিনের ছেলে সেনারুল মিয়া।’
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বুধবার বলেন, দেশের দ্বিতীয় বৃহৎ সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরের উলান বিল নামক একটি জলমহালে বুধবার সকালে ফাঁদ পেতে পাখি শিকারকালে ওই চার পাখি শিকারিকে ১৮টি পরিযায়ী পাখি সহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।,
পরবর্তীতে টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল-আমিন সরকার তাৎক্ষণিকভাবে হাওরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক পাখি শিকারীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে উদ্ধারকৃত পরিযায়ী পাখিগুলোকে উপজেলা সদরে উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করে দেয়া হয়।