স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সৎ ও সজ্জন রাজনীতিবিদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের পক্ষে নিরলস প্রচারণা চালাচ্ছেন সাবেক তারকা ছাত্রনেতা ও যুক্তরাজ্য আ.লীগের সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক। গত ১৫ দিন ধরে তিনি নির্বাচনী এরাকার মাঠঘাট চষে বেড়াচ্ছেন। উন্নয়ন, শান্তি, সম্প্রিতি রক্ষায় আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি প্রবাসীদেরও দেশে এসে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
সৈয়দ সাজিদের আন্তরিক প্রচারণায় দলীয় প্রার্থী ও তার সমর্থকরাও খুশি। এদিকে মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে নিরলস কাজ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচনী এলাকার নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্ত মেনে দলের পক্ষে ভোটের মাঠ চষে বেড়িয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করায় নেতাকর্মীরাও খুশি। নেতা কর্মীরা জানিয়েছেন দলের প্রতি নিবেদিত হয়ে এমন প্রচারণা আগামীতে তার মূল্যায়ণ হবে।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক গত বুধবার দিনভর জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলে এমএ মান্নানের সঙ্গে গণসংযোগ করেছেন। এর আগের দিন দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন স্থানেও তিনি সভা সমাবেশ করেন।
বুধবার জগন্নাথপুরে জননেতা এম এ মান্নানের নৌকা মার্কার সমর্থনে কালনীর চর, আটঘর, বড় ফেছির বাজার, কাতিয়া মাদ্রাসা, কাতিয়া ফুটবল খেলার মাঠ, স্বাধীন বাজার ও শীবগঞ্জ বাজার এলাকায় সারাদিন নির্বাচনী জনসভা ও পথসভায় বক্তব্য দেন সাজিদুর রহমান ফারুক।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি চর্চা করি। জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা এবং দেশের শান্তি সম্প্রীতি উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গ্রামে গ্রামে নৌকায় ভোট চাচ্ছি। দলের স্বার্থে কাজ করতেই দেশে অবস্থান করছেন বলে জানান তিনি।
সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী এমএ মান্নান বলেন, সাজিদুর রহমান ফারুক দলের প্রতি নিবেদিতপ্রাণ এক নেতা। তিনি মন থেকেই আমার জন্য কাজ করছেন।