মুজিবুর রহমান, ছাতকঃ-
ছাতকের জাতুয়া হইতে কাশিপুর-চিকনিকান্দি রাস্তার বেহাল দশা। জনগুরুত্বপূর্ণ সড়কটিতে অসংখ্য খানাখন্দক ভরপুর থাকায় যানচলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ছে রাস্তাটি। জনদূর্ভোগ চরমে পর্যায় পৌছে যাওয়ায় এলাকার জনসাধারনের মধ্যে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।
এখানকার সাধারন দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয় মায়েরকুল গ্রামের মাফিজ আলী জানান, আমাদের দূর্ভোগের শেষ নেই। বর্ষা আসলেই সড়কের (রাস্তার) কিছু অংশ পানির নিচে তলিয়ে যায় এবং সেখানে বড় বড় গর্তের আকার ধারন করে যার ফলে সবধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
আমরা দাবি জানাই, স্থানীয় সংসদ সহ সংশ্লিষ্ট উচ্চ মহলের কাছে এই রাস্তা যেন সংস্কারের ব্যবস্থা করা হয়।
এদিকে উক্ত রাস্তাটির মধ্যে সবচেয়ে বেশি ঝুর্কির মধ্যে রয়েছে, খুরমা পুরাতন ব্রীজ। ব্রীজটির র্যালিং সহ বিভিন্ন অংশ অকেজো হওয়ায় যানচলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে দির্ঘ দিন যাবত ব্রীজ দিয়ে সবধনের বারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
##