কর্ণ বাবু দাস
সবার পাশে সারাক্ষন আমরা সবাই বিশ্বজন এই স্লোগান কে সামনে রেখে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে সংগঠন এর নিজস্ব অর্থায়নে শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া, পুরাতন বাস্টেন, আলফাত স্কয়ার, মধ্যবাজার এ শীতবস্ত্র বিতরণ করা হয়! এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, সংগঠনের উপদেষ্টা আশীকুর রহমান রব্বানী, তিমন চৌধুরী, রাসেল চৌধুরী, প্রফুল্ল পাল, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সদস্য মনসুর বেগ জনি, ইফতেখার সাজ্জাদ পিয়াল, মিসবাহ চৌধুরী রোহান, আব্দুল হামিদ খান, জয় প্রমুখ!