স্টাফ রিপোর্টার::
বিজয়ের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা। সংগঠনের উদ্যোগে নেতৃবৃন্দ শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মহান বিজয় দিবসে আসন্ন জাতীয় নির্বাচনে যোদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের রূখে দেওয়ার শপথ নেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদত মো. জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সদর নেতা মখলিছ রহমান, শিবলু আহমেদ চৌধুরী, নাজমুল হক প্রমুখ।