সাইফ উল্লাহ::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ- ১ আসনের দু বারের এমপি মোয়াজ্জেম হোসেন রতন এর পুষ্টার ছিড়ে ফেলেছে দুবৃত্তরা। শনিবার দিবাগত রাত ধর্মপাশা উপজেলা সদর সহ মাটিকাটা, সৈয়দপুর, ধর্মপাশা, বাদশাগঞ্জ বাজারে। জানাযায়, একাদশ নির্বাচনকে সামনে রেখে এমপি রতন এর প্রচারের জন্য বিভিন্ন স্থানে পুষ্টার লাগানো হয়েছিল। এ সব পুষ্টার দুবৃত্তরা ছিড়ে ফেলছে। এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন অভিযোগ করেন, তিনি বলেন দুবৃত্তরা আমাদের সাবেক এমপি রতন ভাইয়ের পুষ্টার ছিড়ে ফেলে দিয়েছে। আমি এ ব্যাপারে তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি দুবৃত্তদের আইনের আওতায় আনা হোক। অভিযোগ কারী ধর্মপাশা উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মোহন বলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পুষ্টার ছিড়ে ফেলেছে দুবৃত্তরা এব্যাপারে উপজেলা ছাত্রলীগ তীব্র নিন্দা জানায়।এব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন রোকন বলেন, বিষয়টি শুনেছি এতে অনেক কষ্ট পেয়েছি। আইন প্রয়োগ সংস্থার দৃষ্টি আকর্ষন করছি। পুষ্টার ছিড়ে ফেলেছে এ বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, এ বিষয়ে আমি নির্বাচন কমিশনারকে জানাব, রিটার্নিং অফিসারকে এ বিষয়ে নিন্দা জানাই। সুনামগঞ্জ- ১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মহান স্বাধীনতার দিবস ও বিজয়ের দিবস উপলক্ষে দেশ বাসীকে জানাই মজিবিয় শুভেচ্ছা। আমার নির্বাচনী পুষ্টার ছিড়ে ফেলেছে কে বা কারা ইহা খুব কষ্টের বিষয়। আমি বিষয়টি তীব্র নিন্দা জানাই। ##