স্টাফ রিপোর্টার::
সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষে ধর্মপাশা উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব পাওয়া ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলার নির্বাচন অফিসের আয়োজনে ধর্মপাশা উপজেলাধীন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা সুনামগঞ্জ মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালেনর আহ্বান জানিয়েছেন।