স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর সমর্থনে কাঠইর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার বিকেলে কাঠইরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার সেতুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হায়দার খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক ইজ্জত আলী. যুগ্ম সাধারণ সম্পাদক। নিপেন্দ্র সরকার সাংগঠনিক সম্পাদক, আমিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক। কাঠইর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি জামিল আহমেদ, সহসভাপিতি নাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক লিপটু দাস, দপ্দর উপানন্দ দাস দপ্তর সম্পাদক। যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (মিলন) কৃষক লীগ নেতা-মহিবুর রহমান, সভাপতি ছালেবুর মিয়া, সাধারণ সম্পাদক তফুর মিয়াসহ আওয়ামী লীগের অঙ্গসংঘঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।