সাইফ উল্লাহ::
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সাচনা বাজার হাইস্কুলে তৃণমূল নেতাকর্মীদের ঢল নামে। উপস্থিত নেতাকর্মীরা নৌকার প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ায় উপজেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
সকাল থেকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে আসলে কর্মীসভা জনসভায় রূপ নেয়। মঙ্গলবার দুপুরে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিল আহমদ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। প্রধান সমন্বয়কের বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক এডভোকেট নান্টু রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, মনোনয়ন প্রত্যাশী ডা. এসপিআর ফাউন্ডেশনের সভাপতি শক্তিপদ রায়, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান শাহ প্রমুখ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম, সদস্য এডভোকেট আবুল আজাদ রুমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা আওয়ামী লীগ নোতা এডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, সহ সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক বিমল বনিক, সুনামগঞ্জ জগন্নাথ বাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক, সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে তৃণমূল সকল নেতাকর্মীদের উদাত্ত আহবান জানান বক্তারা।
সভা শেষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিদ্রোহী প্রার্থীসহ সকলে হাতে হাত রেখে বিজয়ের মাসে আরেকটি বিজয়ের ঐক্যবদ্ধ শপথে আওয়াজ উঠে, ৩০ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন। মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামী লীগ বিশাল পরিবার। তাদের মধ্যে মনোমালিন্য থাকলেও দলীয় আদর্শের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আজ তার প্রমাণ মিলেছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নাই।