জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান বলেছেন,সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান একজন ভাল মানুষ। কাজের মানুষ, উন্নয়নের মানুষ। তাই তাকে উন্নয়নের জন্য আবারো ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে হবে।তিনি বলেন নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। এ প্রতীক কে বিজয়ী করলে উন্নয়ন হবে। দেশের অগ্রগতি হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৌকা কে বিজয়ী করুন। তিনি বলেন,আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ।আমাদের মধ্যে কোন মান অভিমান ভুল বুঝাবুঝি কোন্দল নেই। আজিজুস সামাদ ডন প্রচারনায় নামবেন। তিনি গতকাল জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজারে নির্বাচনী জনসভায় উপরোক্ত কথা বলেন।
সভায় বক্তব্য দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য যুবলীগ নেতা সুজাত মিয়ার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা
আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হারুনুর রাশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা আবাব মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরুখ আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, স্থানীয় আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, আবু তাহের,
সোনা মিয়া, আব্দুল গফুর, যুবলীগ নেতা তাজউদ্দিন, জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ রুহেল, স্থানীয় ছাত্রলীগ নেতা
আক্তার হোসেন প্রমুখ।