আমিনুল ইসলাম আজির, ছাতকঃ
আওয়ামী লীগ সরকারের টানা ১০বছর মেয়াদে ব্যাপক পরিবর্তন এসেছে ছাতক উপজেলা সমবায় বিভগে। সমবায় সমিতি গঠনের মাধ্যমে সমিতির সদস্যদের ভাগ্যোন্নয়ন কাজে অবদান রেখেছে সরকার। সুনামগঞ্জ-৫ আসনে টানা ১০বছর সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ফলে সমবায় বিভাগককে সরকারের প্রয়োজনীয় সহায়তা দিতে ভুমিকা রেখেছেন মুহিবুর রহমান মানিক এমপি। ১০বছরে ছাতক উপজেলা সমবায় বিভাগের উন্নয়ন কর্মকান্ড যেকোন সময়ের তুলনায় প্রসংসনীয়। এখানে গঠিত সমিতি গুলোর মধ্যে মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে ৪৮টি। ১১৩জন সদস্য নিয়ে যুব সমবায় সমিতি রয়েছে ৩টি। কৃষি সমবায় সমিতি ২টিতে সদস্য আছেন ৬০জন। বহুমুখী সমবায় সমিতি ৪টিতে সদস্য সংখ্যা ১৪৯জন। ৮৪ জন সদস্য রয়েছেন ৪টি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতিতে। ৭শ’ ৫০জন সদস্য মিলে গঠন করেছেন ৬টি শ্রমিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি। মালিক সমবায় সমিতি ৩টির সদস্য সংখ্যা ১৩০জন। ৩শ’ ৪৬জন সদস্য রয়েছেন ৭টি ব্যবসায়ী সমবায় সমিতিতে।ভুমিহীন সমবায় সমিতির সংখ্যা ৪টিতে সদস্য ৮৮জন। পাবি ব্যবস্থাপনা সমবায় সমিতির সংখ্যা ৫টির সদস্য ১হাজার ১শ’ ৯৬জন। সরকারী প্রকল্পের সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ৬১টির সদস্য রয়েছেন ৭হাজার ৬শ’ ৫৭জন। অপর সরকারী প্রকল্পভূক্ত ১টি আশ্রয়ন সমবায় সমিতির সদস্য সংখ্যা ৪৬জন। ৬৫জন সদস্য আছেন অন্যান্য ৩টি সমবায় সমিতিতে। সমবায় সমিতির জমাকৃত সঞ্চয় সদস্যদের নিজস্ব সম্পদ হলেও সরকারি দপ্তরে নিবন্ধন নেয়ায় এর নিরাপত্তাতে কোনো ঝুঁকির আশংকা থাকেনা। নিবন্ধনের ফলে সরকারিভাবে প্রদত্ত সুযোগ-সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার দেয়া হয় সদস্যদের। এর সাথে আত্নকর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে দেয়া হয় বিভিন্নভাবে প্রশিক্ষণ। এসব সমবায় সমিতি থেকে সহশ্রাধিক সদস্য আত্নকর্মসংস্থান মুলক প্রশিক্ষণ নিয়ে আয়-রোজগারের দ্বার উন্মোচনের সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণ গুলোর মধ্যে রয়েছে টেইলারিং, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিকেল, হিসাব রক্ষণ ও অর্থ ব্যবস্থাপনা, মৌমাছি চাষ, ব্লক-বাটিক, ক্রিষ্টাল, সমবায় ব্যবস্থাপনা ও ভ্রাম্যমাণ। কুমিল্লায় পল্লী উন্নয়ন একেডেমী (বার্ড), আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজার ও স্থানীয়ভাবে প্রশিক্ষণকালে যাতায়াত খরচ, প্রশিক্ষণ ভাতা ও বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে প্রায় সহশ্রাধিক প্রশিক্ষনার্থীদের। সুফলভোগী একাধিক সমিতির সদস্যদের সাথে আলাপকালে তারা সরকারের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষেই অভিমত জানান। উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় অংশ নিয়ে এ দপ্তরটি গেল বছর ১ম ও এবছর ১য় স্থান লাভ করেছে।