স্টাফ রিপোর্টার::
এমএ মান্নানের পক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সুনামগঞ্জ শাখার উদ্যোগে পশ্চিম পাগলা ইউনিওন বাজার ও কাদির পুর গ্রামে দিন ব্যাপী প্রচারণা চালিয়েছে। স্বাস্থ্যখাতে উক্ত এলাকার মানুষের জন্য এম.এ.মান্নারের অবদানের কথা স্মরণ করে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার পক্ষে ভোট চান স্বাচীপ নেতৃবৃন্দ।
বিএমএ সেক্রেটারী এম নুরুল ইসলামের নেতৃ্ত্বে প্রচারণায় অংশ নেন ডাঃ জসিম উদ্দিন খান,ডাঃ সৈকত দাস,ডাঃ কনিজ রহিমা রব্বানী, ডাঃ জাহেদ হোসেন,মেডিকেল স্টুডেন্ট সাদিকুর তানভীর, পল্লব রয়,শেখ ফাহিম,ইমরান মাহমুদ, সিরাজুল ইসলাম প্রমুখ।