মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ::
দক্ষিণ সুনামগঞ্জে খালিদ নার্সারী ও সবজি বাগানে চুরি ও বাগানের অসংখ্য গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাহারের মালিকানাধীন পাথারিয়া বাজারের পশ্চিম পাশে সবজি বাগানে।
প্রত্যক্ষদর্শী ও খালিদ নার্সারীর মালিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের কোন এক সময়ে পাহারদার ঘুমিয়ে গেলে সংঘঠিত চুরেরা আব্দুল কাহারের ২ বিঘা জমিতে করা নার্সারীতে প্রবেশ করে প্রায় ৪ শত পিছ লাউ নিয়ে যায় ও প্রায় ৩০০ পিছ বিক্রির অযোগ্য লাউ কেটে ফেলে যায়। এ সময় চুরেরা প্রায় ৮০ টি লাউ গাছের ও ৩০ টি শীম গাছের গোড়া কেটে নষ্ট করে ও ফল বাগানের বাউকুল এবং আপেল কুলের ৪ টি গাছ কেটে চলে যায়। এ ব্যাপারে খালিদ নার্সারীর মালিক আব্দুল কাহার জানান: আমি বিগত ৮ বছর যাবত আমার নার্সারীতে প্রায় ২২ জাতের ফল গাছ ও ১০ জাতের সবজি চাষ করে আসছি। গত বছর সবজি চুরি করতে আসা চুরদেরকে হাতেনাতে ধরার পর গ্রাম্য সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়। আমার ধারণা এই চুরেরাই পুণরায় আমার অনেক কষ্টের ফসল চুরি ও গাছের গোড়া কেটে ফেলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। খবর পেয়ে বাগান পরিদর্শণ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহম্মদ।