স্টাফ রিপোর্টার
তীব্র অবকাঠামো ও শিক্ষক সংকটের মধ্যে থেকেও তাহিরপুর উপজেলার সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকার্যক্রম চলে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে। জেএসএসসি পরীক্ষায় সারা উপজেলায় প্রাপ্ত ৪টি এ প্লাসের মধ্যে সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন ছাত্রী এ প্লাস পেয়েছে। আর মোট ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫০ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্লাস পেয়েছে ৬টি। মোট ৬৭ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, ৯শত ছাত্রছাত্রীর এই বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষকের প্রয়োজন হলেও আছি মাত্র পাঁচ জন শিক্ষক। শ্রেণিকক্ষ ও বেঞ্চের তীব্র সংকটের কারণে ছাত্রছাত্রীদের শিক্ষার উপযুক্ত পরিবেশও নিশ্চিত করতে পারছিনা।
তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা বলেন, বিদ্যালয়টিতে শিক্ষক ও অবকাঠামো সংকট রয়েছে। তারপরও ফলাফল ভাল করেছে। আমরা দুইজন শিক্ষক প্রেষণে দিয়েছি চলতি বছর আরো শিক্ষক দেওয়া হবে।