স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলায় ২০১৮ সনের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন শিক্ষার্থী। এ বছর ৩৩ হাজার ১শ ৭৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাশ করেছে ২৬ হাজার ৩শ ২৩ জন। জেলায় পাশের হার ৭৯.৩৫ শতাংশ।
১৪ হাজার ৬শ ৪৯ জন ছেলে ও ১৮ হাজার ৫শ ২৪ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে ৬ হাজার ৮শ ৫০জন। এবছর ৪৩ জন ও ১২০ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, এ বছর সুনামগঞ্জ জেলায় ফলাফল মোটামুটি ভাল হয়েছে। আগামীতে যাতে আরও ভাল করার ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি।