স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়ার সমর্থক নেতাকর্মীদের মামলা ছাড়াই গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এডভোকেট ফজলুল হক আছপিয়া।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরেও লিখিত অভিযোগ করেছেন তিনি।
ফজলুল হক আছপিয়া আরও বলেন, আমাকে নির্বাচন থেকে সরানোর অশুভ চক্রান্ত চলছে, প্রতি মুহূর্তে নানা হুমকির মধ্যে আমাদের প্রচারণা চালাতে হচ্ছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে, মামলা ছাড়াই নেতাকর্মীদের গ্রেফতার করছে। গ্রেফতার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।