1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

ছাতকে মানিকের পক্ষে মেয়র কালামের গণসংযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ৫.১৬ এএম
  • ১৩২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে নৌকা প্রতীকে বিজয়ী করতে ছাতক পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে যাচ্ছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।অন্যান্য দিনের মতো সোমবার (২৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের বৌলা মহল্লায় ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেনের পরিচালনায় ও আওয়ামী লীগ নেতা আয়না মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।এসময় তিনি বলেন, আমাদের মধ্যে এখন আর কোন দ্বন্ধ নেই। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নৌকায় ভোট দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহিবুর রহমান মানিককে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ হয়েছি। বেটেবলে মিল হয়েছে। এখন উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে চাই। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, লিয়াকত আলী, মিলন রানী দাস, আওয়ামী লীগ নেতা বখতিয়ার উদ্দিন, জাপা নেতা সামছুদ্দিন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ. নুর আলম. মিজানুর রহমান জাবেদ, বদরুল আলম, যুবলীগ নেতা পংকজ চৌধুরী প্রমুখ।এদিকে ৮নং ওয়ার্ডের চরেরবন্দ মহল্লায় পৌর কাউন্সিলর নওশাদ মিয়ার পরিচালনায় ও আওয়ামী লীগ নেতা আলী আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তাহির আলম, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, আওয়ামী লীগ নেতা তমজুল আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, সোহেল মিয়া, আজিম উদ্দিন, আনোয়ার পাশা, বুদাই মিয়া, আকবর আলী প্রমুখ।মন্ডলীভোগ মহল্লায় হেমেন্দ্র প্রসাদ রায়ের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর তাপস চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক হরিদাস রায়, ইরশাদ আলী, মইন উদ্দিন, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ যুবলীগ নেতা ইশতিয়াক আহমদ তানভীর প্রমুখ।বাগবাড়ী মহল্লায় মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবরু মিয়া তালুকদার, ছাতক সরকারী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, হাজী আব্দুল জলিল, লুৎফুর রহমান প্রধান, আওয়ামী লীগ নেতা আবু সাইদ চৌধুরী বাবুল, ছাব্বির আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!