হাবিবুর রহমান-হাবিব, শাল্লা::
৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃ খনন প্রকল্পর আওতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার উপজেলার শাল্লা ইউনিয়নের শ্রীহাঈল গ্রামের নিকটবর্তী আব্রার খাল খনন কাজ ২৬ ডিসেম্বর বুধবার উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিলেট পওর সার্কেল পানি উন্নয়ন বোর্ড মোঃ ছিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ খুশী মোহন সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শমশের আলী মন্টু, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী প্রমুখ।
এ ছাড়া স্থানীয় সাংবাদিক ও শ্রীহাঈল গ্রামের বিভিন্ন লোকজন এসময় উপস্থিত ছিলেন।
জানা যায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যে, ১৭ ফিট প্রস্থ ও ৪ ফিট গভীর এ খনন কাজের মূল্য ষাট লক্ষ টাকা। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টরা জানান কাজটি দ্রুততার সাথে চলতি শুকনা মৌসুমে-ই সম্পন্ন করা হবে। শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় লোকজন জানান উক্ত কাজটি সম্পন্ন হলে হাওরের পানি নিষ্কাশন, সেচ কাজ ও নৌ যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে।