স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। বুধবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
ইউনিয়ন আ.লীগের সভাপতি হেমন্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শামীমা শাহরিয়ার, সদর উপজেলা কৃষক লীগ সভাপতি মঈনুল হক, জেলা আ.লীগ নেতা শীতেষ তালুকদার মঞ্জু, সদস্য কল্লোল তালুকদার চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, জেলা ছাত্র লীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি তানভির আহমদ জনিক, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ।