সাজ্জাদ হোসেন শাহ্, তাহিরপুর::
অতীতের সব ভুলভ্রান্তি ক্ষমা করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়াও তিনি বিগত দশ বছরে সারা দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ১ আসন জামালগঞ্জ, ধরমপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত তার সমর্থনে বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি। ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, যুবলীগ আহ্বায়ক সেলিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রঞ্জিত সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, নান্টু রায়, কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এমকম, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি হাজী আব্দুস সোবহান আখঞ্জী, সহ সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক হাজী মোশারফ হোসেন তালুকদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক অধ্যক্ষ জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক হাজী মুজিবুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সুজাত মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।