দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা আপন দুই ভাই অধ্যক্ষ নূর আহমদ (৫৬) ও শিক্ষক মো. গুলজার আহমদ (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)। লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয় ওকলেজের অধ্যক্ষ নূর আহম হৃদরোগে আক্রান্তÍ হয়ে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মো. গুলজার আহমদ (৪৫) বোধবার দুপুর ২.৩০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। লিয়াকত গঞ্জ স্কুল ও কলেজের অধ্যক্ষের নুর আহমদের জনাযার নামাজ সম্পন্ন হয়ে দাপনের আগেই আগেই ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক ছোট ভাই গোলজার আহমেদের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় নুর আহমদের প্রথম নামাজের জানাযা লিয়াকত গঞ্জ স্কুল ও কলেজ মাঠে অনুষ্টিত হয়, দ্বিতীয় নামাজের জানাযার অনুষ্টিত হয় সকাল ১১.৩০ মিনিটে লক্ষিপুর গ্রামের বাড়ির মাঠে। উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দোয়ারাবাজার সদর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগের যুগ্ন আহবায়ক হাজী আব্দুল খালেক, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, বোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ। লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এশরামুল হক, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, বরইউড়ি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো.সৈয়দ হোসেন কবির, বড়খাল কাছিমিয় ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল কারিম উল্লাহ, জেলা স্কাউট কমিটির লিডার মো.ফজলুর রহমান প্রমুখ। এদিকে বিকেলে ৫.৩০ মিনিটে ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলজার আহমদের নামাজের জানাযা অনুষ্টিত হয়েছে। পরে সহোদর দুই ভাইয়ের দাপন সম্পন্নহয় তাদের পারিবারিক কবরস্থানে।