স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান (৫৫)-কে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মুক্তারপুর গ্রামে।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, চলতি বছরের ১৯ ডিসেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ওইদিন রাতেই ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। এই অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মোতালিব খান সম্পৃক্ত রয়েছেন বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। তাই তাঁকে শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে।