স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ৬৬৮টি ভোট কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ফলাফল হাঙ্গামার কারণে বাধাগ্রস্ত হওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হলো সুনামগঞ্জ-৩ আসনের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার খারারাই মাদ্রাসা ও সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলার কলাউড়া ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে। এই দুটি কেন্দ্রে আ.লীগ-বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে প্রশাসন ভোটগ্রহণ বন্ধ করতে বাধ্য হয়। তবে পরাজিত প্রার্থীদের সঙ্গে ভোটের ব্যবধান বেশি থাকায় এই স্থগিত দুই কেন্দ্রে আর ভোটগ্রহণ প্রয়োজন পড়বেনা বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।