জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহের ইকড়ছই আবাসিক এলাকায় এই প্রথম এক সঙ্গে দুই ব্যক্তির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ২ টার দিকে শহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসা প্রঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় ইকড়ছই এলাকার বাসিন্দা প্রবীন মুরব্বী ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের সাবেক মোতাওয়াল্লি আব্দুর রহিম কালা মিয়া(৯০) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি.. রাজিউন)। একই এলাকার বাসিন্দা সাবেক ফুটবলার আব্দুল মান্নান ( ৬০) বাধ্যকজনিত কারনে ওই রাত ৩টার দিকে মারা যান।
ইকড়ছই এলাকার বাসিন্দা ইকড়ছই সিনিয়র আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও প্রবীন ব্যক্তি মাওলানা ছমির উদ্দিন জানান, এক সঙ্গে দুইজনের জানাজা ইকড়ছই এলাকায় এর পূর্বে কোনো দিন জানাজা নামাজ হয়নি।
এই প্রথম দুই ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়েছে।