স্টাফ রিপোর্টার ::
প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলায় ২০১৯ সালের নতুন বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতনণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্টানগুলোতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর হিফজুল উলুম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুছ ছোবাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকিকুর রেজা খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী, অভিবাবক সদস্য তালিমুল ইসলাম, বাচ্চু মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সদস্য সেলিম আখঞ্জি প্রমূখ।
অপরদিকে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন, বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাদাঘাট সরকারী কলেজ অধ্যক্ষ জুনাব আলী। এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা শফিকুল মল্লিক, সহকারী শিক্ষক হালিমা খাতুন, আসাদুল ইসলাম, কুৃলসুমা বেগম, শিরিনা আক্তার, সালমা আক্তার, তৌফিক হাসান প্রমুখ। এছাড়াও উপজেলার বালিজুরী, বাদাঘাট, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণসহ ৭ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্টানগুলোর শিক্ষার্থীদের মধ্যেও নতুন বই বিতরণের খবর পাওয়া গেছে।