স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ আসনে মহাজোটের বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী নজির হোসেনের সাথে কুশল বিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নজির হোসেনকে জড়িয়ে ধরে নবনির্বাচিত সংসদ সদস্য রতন কুশল বিনিময় করেন। এসময় নজির হোসেনকে জড়িয়ে ধরে তিনি নতুন বছরের শুভেচ্ছাও জানান।
জানা যায়, সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে যান। পরে আইনজীবী সমিতি ভবন থেকে বের হওয়ার সময় একই আসনের ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী নজির হোসেনের সাথে হঠাৎ দেখা হয়ে যায়। এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন নজির হোসেনকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। তাদের কুশল বিনিময়ের সময় জেলা আ.লীগের কৃষি বিষয়ক স¤পাদক করুণাসিন্ধু চৌধুরী বাবুল, আসাদউল্লাহ সরকার, জিতেন্দ্র তালুকদার পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ স¤পাদক অমল কর জানান, সাংসদ রতন শুভেচ্ছা বিনিময়কালে পরাজিত প্রার্থী নজির হোসেনের কাছে এলাকার সামগ্রিক উন্নয়নে সহযোগিতা চেয়েছেন।