স্টাফ রিপোর্টার::
৪ জানুয়ারি শুক্রবার থেকে শহরের নতুনপাড়ায় সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের পরিচালনায় কার্যক্রম শুরু করল “সত্যশব্দ” আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্র।
যাত্রাশুরুর দিনে শিক্ষার্থী ইদান, তালহা, জয়িতা, দিপ্য, জুবিন, পড়শি, আরশি, শুভিজিত , তাদের অভিভাবক ও প্রসেনিয়াম থিয়েটারের নাট্যকর্মী রুবেল খান, হৃদয়, বরাত, শুভ, বশির, রাজন, আরিফ, পার্থ, নাইম, সাব্বির, মাহফুজ, উপস্থিত ছিলেন৷ সত্যশব্দের প্রশিক্ষক দেবাশীষ তালুকদারের মা হেলেন তালুকদার সবাইকে মিস্টিমুখ করিয়ে কার্যক্রমের সূচনা করেন।
প্রশিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র বলেন “কোনরকম প্রতিযোগতার জন্য নয়। শিশুর পরিচ্ছন্ন ও সৃজনশীল জীবন বিনির্মানে এবং ভবিষ্যত কর্মজীবনে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি চর্চার প্রয়োগের উদ্দেশ্যে আমরা কাজ করে যেতে চাই।”
প্রসেনিয়ামের সাবেক দলনেতা সাদেকুর রহমান সনি বলেন ” বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় সৎ ও ন্যায়ের পথে সত্যশব্দের সকল শিশুর বিকাশ ঘটবে এই আমাদর লক্ষ্য”।
প্রশিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্রর বাবা প্রয়াত নাট্যব্যাক্তিত্ব সত্যরঞ্জন তালুকদারে প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের নামকরন করা হয়েছে সত্যশব্দ।
নতুনপাড়াস্থ নিলয়- ১৭৬/৪ এ প্রতি শুক্রবার ক্লাস চলবে৷