স্টাফ রিপোর্টার::
জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের পুত্র, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য এবং আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে সুনামগঞ্জ জেলা আ.লীগ। শনিবার রাত ৮টায় তার বেইলি রোডস্থ সরকারি বাসভবনে গিয়ে কফিনে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি মতিউর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সদর উপজেলা আ.লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যন হাজী আবুল কালাম, জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সায়েমসহ জেলা আ.লীগের অন্যান্য নেতৃবৃন্দ।