মো. নূরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন, দেশের স্বাধীনাতা আনতে যারা বিরোধীতা করেছে তাদের সাথে সরকারের কোন আপোষ নেই। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী অসাম্প্রদায়িক সরকার। আমরা বিগত দিনে নানা কারণে পিঁছিয়ে ছিলাম। দেশরতœ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমানে আমরা উন্নতির দিকে। আর এ উন্নয়ন আপনাদের চোখের সামনেই। পশ্চিমারা সম্পদ অর্জন করেছে লুন্টনের মাধ্যমে। আমরা লুন্টন প্রক্রিয়ায় যেথে পারব না তা করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। আর তা করতে হলে প্রয়োজন জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার। কিছু বিরোধী শক্তি দেশকে ভালবাসে না কারণ তাদের প্রকৃত জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার অভাব। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশের গুরু দায়িত্বে আছেন বর্তমান প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরবেন। সত্যকে সত্য বলবেন মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করবেন না। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে বহুতল ভবনে উন্নীত করে শিক্ষার ব্যাপক প্রসার করা হচ্ছে,বছরের শুরুকেই বই তুলে দেওয়া হচ্ছে কোমলমতিদের হাতে,উপবৃত্তি দেওয়া হচ্ছে সকল শিশুকে। আপনাদের সমস্যাগুলো পর্যাক্রমে সমাধান করা হবে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে আপনারা উন্নয়ন বিরোধীদের কথায় কান না দিয়ে সরকারের উন্নয়নে সহযোগিতা করুন। দেশের উন্নয়নের প্রয়োজনে সরকারের পাশে থেকে সহযোগিতা করুন, দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এই দেশটি একটি স্বয়ং স¤পন্ন উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে।
শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ এফ আইভিডিবি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে, আলহাজ্ব এম এ মান্নান এমপি সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমানের সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, তেঘরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আমিন উদ্দিন তালুকদার, ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, কামরূপদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, পারবর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জয় তালুকদার, আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনধীর মজুমদার, সিচনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনু মজুমদার, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি প্রমূখ।