শামছুল আলম আখন্জী, তাহিরপুর:
সুনামগন্জ তাহির পুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনে উদ্যোগে কর্ম শালা অনুষ্টিত হয়।
শনিবার বেলা ১১:০০ঘটির হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্হ বাধ মেরামত সংস্কার নির্মান প্রকল্পর আওতায় প্রস্তুতকৃত ৬৬টি স্কীম বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের গঠিত পি আই সি দের নিয়ে গঠিত কর্ম শালায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বাধ মেরা মত করার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন যে পি আই সির সুন্দর ভাবে কাজ তুলবেন তাকে একটিউপজেলা প্রশাসন থেকে সনদ প্রদান করা হবে।সেই সনদ টি ভবিষ্যেৎ কাজে আসবে।
কর্ম শালায় বক্তব্য দেন তাহির পুর উপজেলা আওয়ামীলীগে সাবেক সভাপতি হাওর মনিটরিং সদস্য আঃ ছোবান আখন্জী তাহির পুর থানার কর্ম কর্তা নন্দন কান্তি ধর তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাওর মনিটরিং সদস্য আলী মুতুজা সাবেক যুবলীগ নেতা অনুপম রায় উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম। শ্রমিগলীগ যুগ্ন আহবায় মতি উপজেলা মৎসলীগ সভাপতি সিরাজুল ইসলাম শাহ এস ও ইমরান ।
কর্মশালায় উপস্তিত সাবেক চেয়ার ম্যান আঃ জলিল সাবেক চেয়ার ম্যানআজাদ মিয়া আওয়ামীলীগ নেতা সান্জব উস্তার আওয়ামীলীগ নেতা মতি উর রহমান সাংবাদিক রাজ্জাক সাংবাদিক বাবলু সাংবাদিক পি শামছুল আলম আখন্জী পি আই সির সভাপতি আবুল ফজল খানঁ পি আই সির সভাপতি সিরাজুল ইসলাম পি আই সির সভাপতি সাবেক মেম্বার হারুন মিয়া যুব লীগ নেতা সেলিম আখন্জী পি আই সির সভাপতি কুতুব উদিন সদস্য সচিব শান্তু মিয়াও পি আই সির সভাপতি সদস্য সচিব ও সদস্য বৃন্দ প্রমুক।