তাহিরপুর ও বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্টান পরির্দশন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার সকালে (১৫,০১,১৯ইং) বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়, ধনপুর ইউনিয়ন পরিষদ পরির্দশন করেন। তাহিরপুর উপজেলার বালিজুরী এলাহীবক্স উচ্চ বিদ্যালয়, বালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জাহানারা বেগম মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ, তাহিরপুর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় তিনি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা অবগত হয়ে সমাধানের আশ্বাসসহ সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযতভাবে পালনের নির্দেশ দিয়েছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ সফিউল আলম,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম,সংশ্লিষ্ট কতৃপক্ষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ সবার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এবং সবাইকে সবার নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে গুরুত্ব সহকারে পালন করার নির্দেশ দেন।