সাইফ উল্লাহ::
বির্তকিত শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ঢালাও ভাবে সাংবাদিকদেরকে গালমন্দ ও শাল্লা উপজেলার একজন সাংবাদিককে মারধর করায় ঘটনায় জামালগঞ্জের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বির্তকিত ইউএনও এএইচএম আসিফ বিন ইকরামকে শাল্লা থেকে দ্রুত অপসারনের জন্য সরকার প্রধানের কাছে জোর দাবি জানানো হয়েছে।
নিন্দা জ্ঞাপন ও বিবৃতি প্রদান কারী সাংবাদিকরা হলেন জামালগঞ্জ উপজেলার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ, দৈনিক আজকালের খবর ও দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সুনামগঞ্জের ডাকের জামালগঞ্জ প্রতিনিধি ওয়ালী উল্লাহ সরকার, দৈনিক সংবাদ ও দৈনিক যুগভেরী ও দৈনিক সুনামগঞ্জ খবরের প্রতিনিধি আকবর হোসেন, দৈনিক সুনামকন্ঠের ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক ঢাকার ডাক ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি সাইফ উল্লাহ, দৈনিক যুগান্তর ও দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের প্রতিনিধি গোলাম রব্বানী আফিন্দি, দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক উত্তর পূর্বের প্রতিনিধি দিল আহমেদ, দৈনিক মুক্তাঙ্গনের প্রতিনিধি মোঃ আখতারুজ্জামান, দৈনিক কাজির বাজারের প্রতিনিধি মোঃ নিজামনূর, দেনিক সুনামকন্ঠের প্রতিনিধি বাদল কৃঞ্চ দাস, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শাহীন আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি বাপ্পী বর্মন, দৈনিক সুনামগঞ্জ সময় প্রতিনিধি মো. মানিক মিয়া প্রমুখ।