হাবিবুর রহমান হাবিব, শাল্লা::সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৯ জানুয়ারী শনিবার গ্রো-ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌমেন সেন গুপ্তের উদ্যোগে শাল্লায় প্রতিবন্ধীদের মাঝে ৮শত কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেন।
এসময় শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস, গ্রো- ফাউন্ডেশনের সদস্য সুজিত চক্রবর্তী, দৈনিক সিলেটের ডাকের শাল্লা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, দৈনিক শ্যামল সিলেটের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, শাল্লা উপজেলা তৃণমূল প্রতিবন্ধী পূর্ণ বাসন সংস্থার সভাপতি চিন্ময় দাস, সহ-সভাপতি মাহতাব আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নাঈম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।