শামছুল আলম আখন্জী, তাহিরপুর::
সুনামগন্জ তাহিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করলেন উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ।
সোমবার ২১/০১/২০১৯ ইং সোম বার বেলা ১১:৩০ টায় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর শ্রীপুর (উঃ) ইউনিয়নের সেয়ার বিল নিকট ৫৭ নং পিআইসির বাঁধে মাটি কেটে ২০১৮-১৯ অর্থ বছরের কাজের উদ্বোধন করেন তিনি।
উক্ত প্রকল্পের কাজের দৈর্ঘ্য ৬৩২ মিটার। যার প্রাক্কলিত মূল্য ২০লক্ষ ৫৬হাজার ৪৩২টাকা। তাহিরপুর উপজেলায় ৪টি হাওরে ৬৬টি প্রকল্পের অধীনে মোট ৫৫ কিলোমিটার প্রায় বাঁধ নির্মাণ/পুন: নির্মাণ করা হবে। যার প্রাক্কলিত মূল্য ১৩কোটি ৪১লক্ষ টাকা প্রায়। এ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে গৃহীত ৬৬টি প্রকল্পের মধ্যে ৪৬টি প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং অবশিষ্ট ২০টি প্রকল্পের কাজ ২/১ দিনে মধ্যে শুরু হবে বলে জানা যায়। প্রকল্পের কাজ শুরু হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মধ্যে স্বতস্ফুর্ততা লক্ষ্য করা যায়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শামছুল আলম ৮ওয়ার্ডের আওয়ামীলগ সভাপতি শামনূর আখন্জী আখন্জী পি আই সির সদস্য সচিব শান্তু মিয়া পি আই সির সদস্য হাজী রফিক মিয়া সদস্য আশ্রাফ আলী জানে আলম প্রমুক।