দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম মুহিত মিয়া, সে পৌর সদরের চন্ডিপুর গ্রামের মৃত তারিফ উল্লার পুত্র।
গতকাল মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারী সন্ধায় পূর্ব বিরোধের জেড়ধরে গ্রামের ওয়াহাব আলী ও শহীদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ওয়াহাব আলীর পক্ষের নিহত মুহিত মিয়া তার ভাবী ফুলনাহার বেগমকে গুরুতর আহতবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোরে মুহিত মিয়া মারা যায়। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সংঘর্ষের ঘটনা কেউই থানায় জানায়নি। মৃত্যুর খবর পাওয়ার পর সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান চলছে। এখনো মামলা দায়ের হয়নি। নিহতের স্বজনরা জানিয়েছেন ময়না তদন্তের পর লাশ সিলেট থেকে নিয়ে এসে থানায় লিখিত অভিযাগ দায়ের করা হবে।