বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন হাওরে পদ্মাসেতুর মতো পুল বানাও, পুল বানাও। তাই সুনামগঞ্জ থেকে জয়শ্রী হয়ে ৫ কিলোমিটার উড়াল সেতু হবে। তিনি বলেন, আমাদের নেতা শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতুর মতো হাওরে পুল বানাও। পুলের উপর দিয়ে আমরা মোহনগঞ্জ ময়মনসিংহ হয়ে ঢাকা চলে যাব। শিগ্রই এই প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে শহরের সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত নব নির্বাচিত সংসদ সদস্যদের গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন এমএ মান্নান।
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস ও রনজিত চৌধুরী রাজনের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর মেয়র নাদের বখত, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতি’র সভাপতি আকবর হোসেন মঞ্জু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।