মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে ২০১৮-২০১৯ আর্থিক সালের প্রাক্ষলিত ব্যায় ১২ লক্ষ টাকা, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায়, হলদীর টেক প্রকাশিত হলদীর ডুবি খাল , জলমহাল- জলাশয় পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধ করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১০টায় নামগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, উপজেলার জয়কলস ইউনিয়নের তেঘরিয়া গ্রামের পার্শে হলদীর টেক প্রকাশিত হলদীর ডুবি খাল, জলমহাল- জলাশয় পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, জয়কলস ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জহুর, সদর উপজেলার সিনিয় মৎস্য কর্মকর্তা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার (অঃ দাঃ) কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ স¤পাদক জিলানী মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ আশিক মিয়া, তেঘরী গ্রামের অবনী কান্ত দাস, অনিল চন্দ্র দাশ, ধীরেন্দ চন্দ্র দাশ, রিন্টু দাশ, বীরেন্দ্র দাশ, শ্রীমতি বালা দাশ সহ প্রমূখ।