মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শণ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন ফ্রান্স সাপোর্ট কমিটির সদস্যরা। শনিবার দুপুর ১ টায় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কার্যক্রমের বিভিন্ন বিভাগ পরিদর্শণে উপস্থিত ছিলেন ঢাকা সমাজভিক্তিক গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন ফ্রান্স সাপোর্ট কমিটির বোর্ডের সদস্য ফেøারেস মেনিলা,ক্রিষ্টিন পিনট আগন,অ্যালন আগন,গনস্বাস্থ্য কেন্দ্রের ঢাকা সাভারের প্রবীন প্রজেক্ট এর প্রাগ্রাম ম্যানেজার ডা: কামরুন নাহার অনু। এ সময় উপস্থিত ছিলেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়াল,সমাজসেবক এনামুল করিম,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মো: নুরুল হক, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো: নজরুল ইসলাম, স্বাস্থ্যকমী ফারহানা,মুবিনা,নিলুফা,জেসমিন,রিজু,তানিয়া,রফিক,রেশমা,আব্দুল আজিজ প্রমুখ। পদির্শণ পরবর্তী ধাত্রী বেসিক প্রশিক্ষনার্থীদের মাঝে বেগ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়াল ও ফ্রান্স সাপোর্ট কমিটির সদস্যরা।