1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

উদ্বায়ী শীতের প্রেম।। আব্দুল মতিন

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ১.৩৬ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

একদিন সবাই জেনে যায় ;জেনে যায় পাবলো পিকাসোর প্রেমিকা মার্সেল হামবার্টের উদ্বায়ী প্রেম বিদায় নিয়েছিল এই শীতে।

তাই,শীত এলে আগুনে হাত সেঁকতে পারার
সক্ষমতা ভুলে যায় প্রেমিক ।

আমি প্রেমিক নই ;তবু ভুলে যেতে চাই অতিথি পাখির সাথের পরিযান যতো ।

একদিন আমাকে গিলে খায় ছত্রাক; জেগে উঠে ক্লোরোফিলময় একটি গাছ; কিছু ঘাসের সবুজ বন বিদেহী বুকে।

ভিনবেসে রেখে যাওয়া শিঁকড় থেকে গজে উঠে ফুলেল বাগান ; সুগন্ধে মুগ্ধ মানুষ।

আমাকে চিনলে না কেউ ? আমি যে এঁকেছিলাম
প্রাচীন গুহার বুকে প্রথম চুম্বন।

সুরমায় জলের চোখে আছে স্মৃতি ; খোঁজেনা কেউ।
সমস্ত শহর জুড়ে ঘোরে ষোড়শী কবিতা । বোকা লোক, পিছু দেখে রক্তমাংসের যন্ত্রণা; এই শীতে।

আমি প্রেমিক নই; তবু ভুলে যেতে চাই অতিথি পাখির সাথের পরিযান যতো।

২৫.০১.২০১৯ খিঃ

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!