স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে নগদ টাকাসহ ১০ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার দুপুর ১টায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- শহিদ আলী (৫০), রাজ্জাক (৪৫), ফেরদৌস (২৬), আফরোজ মিয়া (৬৫), মো. হারিছ আলী (৬৫), মালিক মিয়া (৫৫), দুরবিন শাহ (৩৫), ফখরুল হোসেন (৫৫), আকবর আলী (২৮) ও মালিক মিয়া (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই কাজল চন্দ্র দেব, এ এস আই মাপুন মিয়া,এ এস আই মনির হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা জেলার ছাতক উপজেলার প্রথমার শান্তির বাজারে একদল জুয়ারি জুয়া খেলছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা আগে থেকেই সিভিল পোশাকে শান্তির বাজারে অবস্থান নেয়।
পরবর্তীতে বাজারের একটি ঘরে জুয়া খেলা চলছে নিশ্চিত হওয়ার পর ওই ঘরটিতে অভিযান চালিয়ে ১০ জন জুয়ারিকে নগদ ২ হাজার ১৯০ টাকা ও তাসসহ তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আটকদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশিচত করেছেন।