স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ওএমএস’র চাল পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত বছর সরকারি ওএমএসের চাল কালোবাজারে বিক্রির লক্ষ্যে ১২০ বস্তা চাল পাচার করেন ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাল আটক করে। পরে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সম্প্রতি পুলিশ আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করে। সোমবার এই মামলায় জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে আসেন ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
পাবলিক প্রসিকিউটর এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন বলেন, সরকারি চাল পাচারের মামলায় আদালত ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করেছেন।