সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ এর সভাপতি দীপঙ্কর কান্তি দে এর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালীর আয়োজন করে। আনন্দ র্যালীটি জেলা পরিষদের রেষ্ট হাউজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে আলফাত স্কয়ার পয়েন্টে (ট্রাফিক পয়েন্ট) এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত সভায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জগৎজ্যোতি রায় জয় এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদ, সহ-সভাপতি গৌতম তালুকদার দীপ, আবু সাঈদ আপন, কাউসার আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক জগৎজ্যোতি রায় জয়,রাহাত আহমদ,সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, মাহমুদুল হাসান তারেক।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্বল,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল।