জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার।
সোমবার বিকালে জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময়ের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার।
মতবিনিময়ে বক্তব্য রাখেন দৈনিক যায়যায় দিন ও সুনামগঞ্জের ডাকের জামালগঞ্জ প্রতিনিধি ওয়ালী উল্লাহ সরকার, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, দৈনিক সংবাদ ও দৈনিক সুনামগঞ্জের খবরের অফিস প্রধান আকবর হোসেন, দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কাজির বাজার উপজেলা প্রতিনিধি নিজাম নুর, দৈনিক শ্যামল সিলেটের উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, দৈনিক হাওরাঞ্চলের কথার উপজেলা প্রতিনিধি আক্তারুজ্জান আখতার, দৈনিক উত্তরপূর্বের উপজেলা প্রতিনিধি দিল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের সময় ও আমাদের কন্ঠের প্রতিনিধি শাহীন আলম, সিলেট এক্সপ্রেসের উপজেলা প্রতিনিধি বায়েজিদ প্রমুখ।
মতবিনিময়কালে জামালগঞ্জের গণমাধ্যমকর্মীরা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদারকে সার্বিক সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন।
এর আগে দুপুরে দলীয় মনোনয়ন প্রত্যাশার দাবিতে তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেনের কাছে জীবনবৃত্তান্ত জমা দেন।