স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বহিষ্কৃত সভাপতির লোকজন কর্তৃক সড়ক পরিবহন শ্রমিকদের মারধর, নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ-সিলেট সড়কে ২৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে। বুধবার রাতে এ কথা জানান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহার উদ্দিন।
তিনি জানান, সম্প্রতি সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বহিষ্কৃত সভাপতি বদর উদ্দিন বাবুল ও তার লোকজন শ্রমিকদের নির্যাতন ও হয়রানি করছেন। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন। দুই দিন আগে অতিরিক্ত চাদা দিতে অস্বীকার করায় সুনামগঞ্জ বাসস্টেশনে তার লোকজন পরিবহন শ্রমিকদের মারধর করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল বলেন, বিতর্কিত কর্মকা-ের কারণে বাবুলকে বহিষ্কার কর হয়েছে। এখন তিনি শ্রমিক-মালিকসহ অনেককেই নির্যাতন শুরু করছেন। তার কারণেই আজ পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে।
তবে বদর উদ্দিন বাবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।