দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের অনুসারী নেতৃবৃন্দের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। বৃহস্পতি বার বেলা ১টায় উপজেলা গনমিলনায়তনে মতিউর রহমান অনুসারী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি চেয়ারম্যান প্রার্থী আলতাব উদ্দিনের সমর্থনে তৃণমুলের নেতাকর্মীদের অংশ গ্রহনে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। প্রবীন আওয়ামীলীগ নেতা রাজানগর উইনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক মিয়ার সভাপতিতে এবং উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মকসুদ অলমের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সিলেট ল’ কলেজের সাবেক ভিপি সিলেট জজ কোর্টের এডিশনাল পিি অ্যাডভোকেট সামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য মনজুর আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, সিলেট মহানগর যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, দিরাই উপজেলা যুরীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য একরার হুসেন, জেলা যুবলীগ নেতা বিনিময়ামিন রাসেল, রেজুয়ান খান, আলী আসগর, টিপু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, দিরাই সরকারী কলেজ ছাত্রলীগ নেতা রুহুল আমিন শুভ। মতবিনিময়সভায় বক্তরা বলেন, দিরাই-শাল্লায় আওয়ামীলীগ আজ রাহুল কবলে রয়েছে। খুনি, লুটপাটকারীরা আজ আওয়ামীলীগকে নিয়ন্ত্রন করছে। দিরাই-শাল্লায় যারা আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করেছেন, দলের দূর্দিনে জীবন বাজি রেখে দলকে আগলে রেখেছেন তাদের আজ আওয়ামীলীগে কোন মূল্যায়ন নেই। এখানে আওয়ামীলীগ টিকিয়ে রাখতে হলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি আলতাব উদ্দিনের উপরই আস্থা রাখছেন তৃণমুল আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরা। সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের তৃনমুলের নেতাকর্মীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জেননেত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা তৃনমূল নেতাকর্মীদের দাবির ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবেন। দলীয় সুত্রে জানাগেছে, ছাত্রজীবনে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে ৬ দফা ও ১১ দফার পক্ষে প্রচারনা চালান এবং এলাকায় আওয়ামীলীগের ঘাটি হিসেবে গড়ে তুলতে ভুমিকা রাখেন আলতাব উদ্দিন। ১৯৭০ সালে আবদুস সামাদ আজাদের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি মুক্তিযোদ্ধা সংঘটক হিসেবে পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে আলতাব উদ্দিনের সভাপতিত্বে দিরাই বাজারে অনুষ্ঠিত সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিতিতে আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলায় সভাপতিসহ ৫০ জন আহত ও ১ যুবলীগ কর্মী নিহত হয়। আলতাব উদ্দিন স্পিøন্টার শরীরে নিয়ে ব্ঙ্গবন্ধুর আদর্শে তৃণমুল নেতাদের নিয়ে দলে অনুপ্রবেশকারীদের ও সুবিধাভোগীদের বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা রাখছেন। অন্যদিকে গত রোববার ড. জয়া সেনগুপ্তা অনুসারীরা তাদের দলীয় কার্যালয়ে মতবিনিময়সভা করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বিগত উপজেলা নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত জয়লাভকারী উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নাম প্রস্তাব করে জেলা কমিটির কাছে দাখিল করেছেন বলে জানাগেছে।